SAMIUL ISLAM.
নতুন নতুন কেন্ডিডেট বন্ধুরা, যারা এয়ারলাইন্সে কাজ করতে ইচ্ছুক কিন্তু শিবানী এয়ার সার্ভিসেসে বেশ কিছু নেগেটিভ রিভিউজ দেখে বিভ্রান্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাকেই ফলো করুন, কারন আমিও শিবানী এয়ার সার্ভিসেসে ফাইনাল এক্সাম দিয়েছি গত ২৫/০৮/২০২৩ এ। এর পর আমাকে প্লেসমেন্ট ম্যানেজারের কাছ হইতে কল করবে, তারপর কি হবে, আমি আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো।
এখনো পর্যন্ত আমি কোনো ফ্রড,চিট, বা ফেক দেখতে পাচ্ছিনা। যদিও আমি অফিসে যাইনা, যা কিছু ফোনে কথার মাধ্যম দিয়ে বলছি।
পরের আপডেট পেতে সংগে থাকুন, আমিই পরিস্কার করে দেবো "শিবানী এয়ার সার্ভিসেস লিমিটেড " ফেক বা ফ্রড কিনা। ধন্যবাদ।
গত ০৪/০৯/২০২৩ তারিখে আমাকে অফিসে ডেকে পাঠানো হয়, ফেস টু ফেস ইন্টারভিউ নেওয়ার পর আমাকে প্রথমে ৮০০০০ টাকা দেওয়ার কথা বলেন, যেহেতু এই ইন্সটিটিউটের নয় বছরের ইতিহাসে আমি সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করেছিলাম বলেই ১০০০০ টাকা কম করে ৭০০০০ টাকা দিতে বলেন।
প্রথমে ৩৫০০০ টাকা তারপর যেদিন জয়েন হবে সেদিন বাকি ৩৫০০০ টাকা দেওয়ার কথা বলেন।
আমি আগেই বলেছি যে, আমি একজন গরীব বেকার ছেলে, তাই এতো টাকা দিয়ে আমার স্বপ্ন বাস্তবায়িত করতে চাইনা। আমার বাবা, মায়ের শেষ সম্বল গহনাও বিক্রি করতে গিয়েছিলেন কিন্তু মায়ের গহনা বেচে আমি কাজ চাই না৷
এমতাবস্থায় শিবানী এয়ার সার্ভিসেস লিমিটেড এর কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যাতে করে আমাকে ফ্রিতে জব দেন কি না।
কিন্তু তারা নাকচ করে দেন।
Shibani Air has a rating of 4.1 stars from 51 reviews, indicating that most customers are generally satisfied with their purchases. Reviewers satisfied with Shibani Air most frequently mention csa department, kolkata airport and airlines job. Shibani Air ranks 2nd among Aviation sites.